এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
তৃতীয় অধ্যায় : কোষবিভাজন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : কোষবিভাজন’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। নিচের কোন পর্যায়ে অভিমুখী চলন ঘটে?
ক) অ্যানাফেজ খ) মেটাফেজ
গ) টেলোফেজ ঘ) প্রো-মেটাফেজ
৯। চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন বিভাজনে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) নিউক্লিয়াসের বিভাজন
ঘ) সাইটোপ্লাজমের বিভাজন
১০। মাইটোসিস কোষের বৈশিষ্ট্য-
i. অপত্য কোষ ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে
ii. হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান গ্রহণ করে
iii. বিভাজন শেষে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। প্রো-মেটাফেজের ক্ষেত্রে বলা যায়-
i. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে
ii. ট্রাকশন তন্তু থাকে
iii. তন্তুময় প্রোটিন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii ও iii গ) i ও iii ঘ) iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধি লাভ করে থাকে। প্রক্রিয়াটি সঠিকভাবে ঘটে বলেই জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। জীবের জন্য প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১২। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটির নাম কী?
ক) অ্যামাইটোসিস
খ) কোষ বিভাজন
গ) মিয়োসিস
ঘ) লিপটোটিন
১৩। বিশেষ প্রক্রিয়াটির ক্ষেত্রে বলা যায়-
র. পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়
ii. কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে
iii. জীবের বৃদ্ধি ও প্রজননে অংশ নেয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii
গ) i ও iii ঘ) iii
উত্তর : ৮.ক, ৯.খ, ১০.গ, ১১.খ, ১২.খ, ১৩.ক।